ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জামায়াত সদস্যদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ বাতিলের দাবি

প্রকাশিত: ১১:০১ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

জামায়াত সদস্যদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাদেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতাবিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের বিরোধিতা করেছিলো, সেই জামায়াতের সদস্যদের জন্য বাংলাদেশে কোনো গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না।
তারা বলেন, স্বাধীনতাবিরোধী দল হিসাবে জামায়াতের সদস্যদেরও স্থানীয় সরকারসহ সকল পর্যায়ে নির্বাচনে অন্য দলের ব্যানারে অথবা স্বতন্ত্র হিসাবেও প্রার্থী হওয়ার সুযোগ বাতিল করতে হবে।

তারা আরো বলেন, বাংলাদেশ যে মুহূর্তে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করছে, সেই মুহূর্তে পরাজিত পাকিস্তান নতুন করে আস্ফালন শুরু করেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়ে তারা কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন করেছে।

সংগঠনের পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য কামরুল আহসান, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য আমিরুল হক আমির, মোস্তফা আলমগীর রতন প্রমুখ।

এএস/এসএইচএস/পিআর