রিজভীর স্ত্রীও হাসপাতালে ভর্তি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে গতকাল তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার মাহবুব মনসুরের অধীনে তার চিকিৎসা চলছে।
আজ (বৃহস্পতিবার) তার এনজিওগ্রাম করার কথা রয়েছে।
এর আগে তার স্বামী রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়লে তিনি দিনরাত সেবা দিয়ে যাচ্ছিলেন। তবে গতকাল তিনি তার স্বামীর সঙ্গে হাসপাতালে থাকাকালে বুকে ব্যথা অনুভব করেন। সাথে সাথে তাকে স্কয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারি আরিফুর রহমান তুষার এসব তথ্য জানিয়েছেন।
গত ১৮ মার্চ রুহুল কবির রিজভী করোনা আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
কেএইচ/এমএইচআর/এমকেএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৬ বছর দেশে গণতন্ত্র নিরুদ্দেশ ছিল: তারেক রহমান
- ২ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ
- ৩ নির্বাচন কবে জানতে চাইলে উপদেষ্টারা বিরক্ত হন, যা অনাকাঙ্ক্ষিত
- ৪ দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারের পথ সুগম করার আহ্বান ফখরুলের
- ৫ চাঁদাবাজি বন্ধ-নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে উদ্যোগ কম: রিজভী