ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বিকল্প পথ নেই

প্রকাশিত: ০১:০৮ পিএম, ২৯ নভেম্বর ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেছেন, শর্ত দিয়ে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের নামে ধুম্রজাল সৃষ্টি করবেন না। নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া আপনার আর কোনো বিকল্প পথ নেই।
 
রোববার জাতীয় প্রেসক্লাবে কৃষক লীগের সাবেক সভাপতি রাশেদ মোশারফ এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, আপনার (খালেদা জিয়া) নির্বাচনের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। নির্বাচনে আসুন,  অবাধ ও সুষ্ঠু নির্বাচনেই মাঠে লড়াই হবে। শর্ত দিয়ে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের নামে ধুম্রজাল সৃষ্টি করবেন না।

তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। শেখ হাসিনার নেতৃত্বে পাঁচ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ৫ জানুয়ারির সেই নির্বাচনে আপনি (খালেদা জিয়া) না এসে ভুল করেছিলেন। অনেক পরিবার ধ্বংস করে, অনেক মা বোনকে বিধবা করে নির্বাচন ঠেকাতে পারেন নি। এবার সেই ভুল করবেন না। কারণ এই নির্বাচনকে আওয়ামী লীগ চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে।
 
তিনি আরও বলেন,   মানুষ আর ধানের শীষকে  বিশ্বাস করে না। ধানের শীষে মানে হল জঙ্গির উত্থান, যুদ্ধাপরাধী জামায়তকে সহায়তা করা, জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করা।
 
আয়োজক সংগঠনের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, রেলমন্ত্রী মুজিবুল হক, বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম, সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট রহমত আলী, সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুইট প্রমুখ।  

এএস/এসকেডি/পিআর