ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

রাজধানীবাসীর সেবায় আ.লীগের ২ মেডিকেল টিম

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১১ পিএম, ২৮ এপ্রিল ২০২১

রাজধানী ঢাকার সাধারণ মানুষের চিকিৎসা সহায়তা প্রদানে ৩০ চিকিৎসকের সমন্বয়ে দুটি মেডিকেল টিম গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটি ২৭ এপ্রিল (মঙ্গলবার) এ টিম গঠন করে।

১৫ জন করে ৩০ সদস্যের দুটি টিম ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসবাসরত সাধারণ মানুষের চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা প্রদান করবে। এই দুই সিটি করপোরেশন এলাকায় বসবাসরত মানুষের চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা পেতে নিম্নবর্ণিত টিমের সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করেছে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।

ঢাকা উত্তর সিটি করপোরেশন টিম

১. ডা. রোকেয়া সুলতানা ০১৭১১৫২৭৭৮৫
২. ডা. মোতাহের হোসেন চৌধুরী ০১৮১৯৪৬৯৬৮৯
৩. ডা. আবদুল মতিন ০১৭১১৬৯৯৮৪২
৪. ডা. জাহেরুল ইসলাম লিটন ০১৭১১৬৩৭৯৫০
৫. ডা. মুশফিকুর রহমান ০১৯১১৩৪৩৯৬৮
৬. ডা. শেখ শহীদ উল্লাহ ০১৯৮৮৫৫৮৮২২
৭. ডা. অসীম কুমার সেনগুপ্ত ০১৭৩১৬৩৬৭১৩
৮. ডা. কামরুজ্জামান কামরুল ০১৭১১১২৩৩৭৭
৯. ডা. আহমেদুল হোসেন খান ০১৭১১৭৮২০৬৩
১০. ডা. মাহবুবুল হাকিম মিশু ০১৭১০৪৯৪০৩১
১১. ডা. চয়ন বিশ্বাস ০১৬৮৩৫১১৮৯১
১২. ডা. মো. শাহরিয়ার হোসেন ০১৭২৩৯৪১৪২৮
১৩. মো. নিয়ামুল হোসেন তুষার ০১৭১৫-৬৫১৬১৯
১৪. ডা. তারিকুল ইসলাম প্রিন্স ০১৯১১৬৯২৭১৭
১৫. ডা. ফাতেমা-তুজ-জোহরা ০১৭৮২৭৪৬৬২৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন টিম

১. ডা. রোকেয়া সুলতানা ০১৭১১৫২৭৭৮৫
২. অধ্যাপক আবু তাহের ০১৮১৬৩৫৭৩৫৫
৩. ডা. পূরবী দেবনাথ ০১৭১১১৭৫৩০৩
৪. ডা. আরিফুল ইসলাম জোয়ার্দার ০১৭১৩০১৫৫৯১
৫. ডা. রথীন্দ্রনাথ সরকার ০১৭১৬২২৬১৮৯
৬. ডা. শাহ তাহমিনা সিদ্দিকা ০১৭১১৪৬৫৭৮৩
৭. শেখ মিলি ০১৭৩১৩৬৬৭৭৭
৮. ডা. সানজিদা আহমেদ ০১৭২৩৩১৯৩৮৬
৯. ডা. রেহেনা আক্তার ০১৭১১৩৪৬৭৬৪
১০. ডা. সায়িদা শওকত ০১৫৫০০০২২৭৬
১১. ডা. মশিউর রহমান খসরু ০১৭১৬০৪৫৬৪৬
১২. ডা. আতিকুর রহমান ০১৭১৫০১১১৬৯
১৩. ডা. অমল কুমার ঘোষ ০১৭১১২৮০৯৮০
১৪. ডা. মো. আক্তার কামাল পারভেজ রিংকু ০১৭১১৯৫০৩৫৯
১৫. ডা. আমিনুর রহমান অপু ০১৬৭০৭২৫৯০৫
১৬. ডা. ইলোরা শারমিন ০১৯১৪৪৯৯৮০০ 

এসইউজে/ইএ/এমএস