ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

করোনায় বিনামূল্যে অক্সিজেন সেবা দেবে স্বেচ্ছাসেবক লীগ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২০ এপ্রিল ২০২১

করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সেবা দেবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার (২০ এপ্রিল) কলবাগান ক্রীড়া চক্র প্রাঙ্গনে এ সেবার উদ্বোধন করা হয়।

ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় এতে সংগঠনের কেন্দ্রীয় নেতরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, করোনায় আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি, আরেকটি গোষ্ঠী বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। তারা প্রমাণ করতে চায় বাংলাদেশ একটি ধর্মীয় উন্মাদনার দেশ। বাংলাদেশ একটি ধর্মান্ধ ইসলামী বিপ্লবের দেশ।

তিনি বলেন, বিএনপি-জামায়াত-হেফাজত এদেশের তিন অপশক্তি ঐক্যবদ্ধ হয়ে এক মহাঅপশক্তিতে পরিণত হয়েছে। অঙ্কুরে যদি হেফাজতকে রুখে দাঁড়ানো না যায়, তাহলে এ দেশকে তারা আফগানিস্তানের মত করে তালেবানি রাষ্ট্রে পরিণত করবে। বিএনপি-জামায়াত মিলে হেফাজতকে উস্কানি দিয়ে, অর্থের যোগান দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা নানা সঙ্কটে মানুষের পাশে দাঁড়াচ্ছি। পক্ষান্তরে যারা বছরের পর বছর মিথ্যাচার করে, অপপ্রচার করে, দেশবিরোধী ও ধ্বংসের রাজনীতি করে, তাদেরকে বাংলাদেশের মানুষ সঠিক এবং সমুচিত জবাব দেবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সময়ে দেশবিরোধী ভূমিকায় যারা নেমেছিল, তারাই বিএনপি জামাত হেফাজত। তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তারা নাম পরিবর্তন করে বাংলাদেশে ধ্বংসের রাজনীতি করতে চায়। পাকিস্তান আফগানিস্তানের আদলে ধর্মভিত্তিক ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।

তিনি বলেন, সারাবিশ্ব যখন করোনায় বিপর্যস্ত তখন রাজনীতির নামে ধর্মব্যবসায়ীরা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নির্বিচারে জ্বালাও-পোড়াও অগ্নিসংযোগ ভাঙচুর করে মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রের তকমা দিতে উঠে পড়ে লেগেছে।

এসইউজে/এএএইচ/এমকেএইচ