বিএনপির প্রার্থী মনোনয়নের ক্ষমতা পেলেন শাহজাহান
আসন্ন ২৩৬টি পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মনোনয়নের ক্ষমতা দেয়া হয়েছে দলটির যুগ্ম-মহাসচিব মো. শাহজাহানকে।
শনিবার তাকে এ ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশনে বিএনপি চেয়ারপাসরন খালেদা জিয়ার চিঠি পৌঁছে দিয়েছেন বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। চিঠিটি গ্রহণ করেন ইসির উপ-সচিব মো. শামসুল আলম।
প্রসঙ্গত, নতুন আইন অনুযায়ী মেয়র পদের প্রার্থীকে নিবন্ধিত রাজনৈতিক দল থেকে মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। তবে কাউন্সিলর পদে নির্বাচন হবে আগের মতো নির্দলীয়ভাবে। রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক অথবা সমপর্যায়ের পদাধিকারী বা তাদের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত প্রত্যয়নপত্র থাকতে হবে।
এইচএস/জেডএইচ/এমএস