ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

করোনায় আক্রান্ত বিএনপি নেতা আমানউল্লাহ আমান হাসপাতালে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১৭ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। আজ শনিবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে শুক্রবার (১৬ এপ্রিল) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে। আমানউল্লাহ আমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আব্দুস সোবহান স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমানউল্লাহ আমান সুস্থ আছেন। তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তারপরও তিনি শুক্রবার পরীক্ষার জন্য নমুনা দেন। আজ শনিবার তার পজিটিভ রিপোর্ট আসে। পরে দুপুরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে আমানের পরিবারের অন্য সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।’

পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী আমানউল্লাহ আমানের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান আব্দুস সোবহান স্বপন।

কেএইচ/এএএইচ/জিকেএস