ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

কবরীর মৃত্যুতে বিএনপি নেতাদের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫২ এএম, ১৭ এপ্রিল ২০২১

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোনালী সময়ে রূপালী পর্দার মিষ্টি নায়িকা সারাহ বেগম কবরীর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার ও বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কবরী।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। এ অভিনেত্রীর মৃত্যুতে শোক নেমেছে চলচ্চিত্রাঙ্গনে।

কেএইচ/এমআরআর