ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদার সুস্থতা কামনা করে জাপান ও পাকিস্তান রাষ্ট্রদূতের চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫২ এএম, ১৫ এপ্রিল ২০২১

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ও পাকিস্তানের রাষ্ট্রদূত খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুর সাত্তারের বরাত দিয়ে প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা আক্রান্ত হওয়ার সংবাদ পেয়ে মঙ্গলবার (১৩ এপ্রিল) জাপানের রাষ্ট্রদুত ইতো নাওকি এবং বুধবার (১৪ এপ্রিল) পাকিস্তান হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী শারীরিক সুস্থতা কামনা করে চেয়ারপারসনের কাছে পত্র পাঠিয়েছেন।

কেএইচ/এআরএ