খালেদার স্বাস্থ্য পরীক্ষা করতে ফিরোজায় চিকিৎসক প্রতিনিধি দল
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে একটি চিকিৎসক প্রতিনিধি দল তার বাসভবন ফিরোজাতে পৌঁছেছেন।
সোমবার (১২ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে এই প্রতিনিধি দল খালেদার বাসায় প্রবেশ করেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান।
তিনি জানান, এই প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তার সঙ্গে আরও রয়েছেন- ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আব্দুল শাকুর এবং মোহাম্মদ আল মামুন।
কেএইচ/এমআরআর/এএসএম