ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

হাটহাজারীতে বৈঠক, কী ঘটছে মামুনুলের ভাগ্যে?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১১ এপ্রিল ২০২১

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে জরুরি বৈঠকে বসেছেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় এ বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুহাম্মাদ মামুনুল হকের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

রোববার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ওই বৈঠকে বসেন হেফাজতের শীর্ষ পর্যায়ের নেতারা। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছিল।

ওই বৈঠক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সৃষ্ট বিতর্ককে কেন্দ্র করে অব্যাহতি নিচ্ছেন হেফাজতে যুগ্ম-মহাসচিব মামুনুল হক। খুব দ্রুত সময়ের মধ্যেই মামুনুল হক নিজেই আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বিষয়টি জানাতে পারেন। সংগঠনের শীর্ষ নেতাদের বৈঠকে এমনই আলোচনা হয়েছে।

তবে বিষয়টি জানতে হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী সঙ্গে দুপুর আড়াইটার দিকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এখনো বৈঠক চলছে। বৈঠক শেষে জানতে পারবেন।’

গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে হেফাজতের বিরোধিতাকে ঘিরে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। মোদির বিরোধিতায় প্রথমে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভে সহিংসতা হয়, তার জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণঘাতী সংঘাত হয়। যার জেরে ২৮ মার্চ হরতাল ডাকে হেফাজত, ওই হরতালকে ঘিরে চরম নেতিবাচক পরিস্থিতি তৈরি হয় সারাদেশে।

এর মধ্যে গত ৩ এপ্রিল সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে অবস্থানকালে মামুনুল হককে ঘেরাও করা হয়। সেখানে তার সঙ্গে ছিলেন এক নারীও। এ ঘটনায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বলতে শোনা যায়, মামুনুল এক নারীসহ আটক হয়েছেন। যদিও ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন মামুনুল হক। ছড়ানো আরেকটি ভিডিওতে সেই নারী নিজেকে জান্নাত আরা ঝর্ণা বলে পরিচয় দেন। অবশ্য খানিকবাদেই মামুনুলকে ছাড়িয়ে নিয়ে যান হেফাজত নেতাকর্মীরা।

পরে মামুনুলের সঙ্গে তার প্রথম স্ত্রীসহ একাধিক ব্যক্তির ফোনালাপের রেকর্ড ফাঁস হয়। মামুনুলের দাবিকৃত দ্বিতীয় স্ত্রী জান্নাত আর ঝর্ণার প্রথম সংসারের বড় ছেলেরও একটি ভিডিও ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে ঝর্ণার প্রথম সংসারে ফাটলের পেছনে মামুনুলকে অভিযুক্ত করা হয়। এ বিষয়ে আলোচনা ওঠে সংসদেও।

গত ৮ এপ্রিল বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে মামুনুল বলেন, ‘আমার ব্যক্তিগত অসাবধানতার কারণে যে ত্রুটি-বিচ্যুতি হয়েছে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ না করার কারণে যে ক্ষতির সম্মুখীন ব্যক্তিগতভাবে হয়েছি; সেজন্য নিজেই মর্মাহত।’

তবে স্ত্রীকে সন্তুষ্ট করতে, স্ত্রীকে খুশি করতে প্রয়োজনীয় ক্ষেত্রে সীমিত পরিসরে সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে বলে মন্তব্য করেন মামুনুল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

মিজানুর রহমান/এইচএ/জেআইএম