মিতা হককে মানুষ আজীবন মনে রাখবে : রওশন এরশাদ
বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হককে মানুষ আজীবন মনে রাখবে জানিয়ে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
মিতা হক রোববার (১১ এপ্রিল) সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, মিতা হকের মৃত্যুতে সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। তবে দেশের মানুষ তাকে আজীবন মনে রাখবে এবং আগামী প্রজন্ম ও ভবিষ্যৎ শিল্পীদের কাছে তিনি এক অনুকরণীয় প্রেরণা হয়ে থাকবে বেঁচে থাকবেন।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, বাংলাদেশ বেতারের সর্বোচ্চ গ্রেডের তালিকাভুক্ত গুণীশিল্পী মিতা হক সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবাদানের জন্য একুশে পদক ও শিল্পকলা পদকে ভূষিত হন।
বিরোধীদলীয় নেতা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এইচএস/বিএ/জিকেএস