ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দায়িত্ব পালন করতে না পারলে পদত্যাগ করুন

প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৪ নভেম্বর ২০১৫

দায়িত্ব পালন করতে না পারলে শ্রমিক দলের নেতৃবৃন্দকে পদত্যাগ করতে বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে শ্রমিক দল আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ইসকান্দর আলীর ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এসময় শ্রমিক দলের সভাপতিকে উদ্দেশ্য করে আবদুল্লাহ আল নোমান বলেন, আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে পদ থেকে সরে দাঁড়ান। কারণ আপনারা অধিকাংশ ক্ষেত্রে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। তাই আপনাদের আর এ পদে থাকার দরকার নেই।

তিনি বলেন, বর্তমান দেশে আইন আছে তবে আইনের শাসন নেই। অপরদিকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে,  মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে কাজ করছে।

স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি যাতে অংশ নিতে না পারে এজন্য সারাদেশে দলের নেতাকর্মীদের মিথ্যা ও ভিত্তিহীন মামলায় গ্রেফতার করছে। তবে মামলা হামলা করে ক্ষমতাসীনরা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।

নোমান বলেন, দেশে আইএস ও সহিংসতার কথা বলছে আওয়ামী লীগ। আর এ সমস্যা সমাধানের জন্য প্রয়োজন আলোচনা। এজন্যই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বপ্রথম আলোচনার ডাক দিয়েছেন।

আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল্লাহ হাসান প্রমুখ।

এমএম/এসকেডি/পিআর