ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

করোনায় শ্রমিক দল নেতা ফজলুল হক মোল্লার মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১১ পিএম, ২১ মার্চ ২০২১

করোনা আক্রান্ত হয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা মো. ফজলুল হক মোল্লা মারা গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানিয়েছেন।

প্রিন্স জানান, ফজলুল হক মোল্লা করোনা রোগে আক্রান্ত হয়ে রোববার (২১ মার্চ) দুপুরে রাজধানীর ইমপালস্ হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন।

তিনি কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

ফজলুল হক মোল্লার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ফজলুল হক মোল্লার মৃত্যুতে আমি তার শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।

কেএইচ/এমআরআর/এমকেএইচ