ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

শেষ হলো জামায়াতের হরতাল

প্রকাশিত: ১২:৩০ পিএম, ২৩ নভেম্বর ২০১৫

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল। মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে দলটি।

হরতাল সমর্থনে দলটির নেতাকর্মীদের রাজপথে দেখা না গেলেও রাজপথে ছিলো আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে হরতালেও রাজধানীতে স্বাভাবিক ছিলো যান চলাচল। হরতালের প্রভাব পড়েনি সাধারণ মানুষের জীবনেও । গণপরিবহন চলেছে অন্য দিনের মতোই।

জামায়াতের ডাকা হরতালে যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে রাজধানীতে কঠোর অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রাজধানীর রামপুরা, মালিবাগ, কারওয়ান বাজার, শাহবাগ, মৎস্য ভবন, প্রেসক্লাব, পুরানা পল্টন, মতিঝিল, মিরপুর, কাজীপাড়া, শেওড়া পাড়া, কালশী এবং ফার্মগেট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান লক্ষ্য করা যায়।

অপরদিকে, সকালে গাবতলীর, মহাখালী এবং সায়েদাবাদ কাউন্টার থেকে দূরপাল্লার বাস না ছাড়লেও ৪টার পর থেকেই স্বাভাবিক ভাবেই চলেছে দূরপাল্লার পরিবহন।

এএম/এসকেডি/পিআর