তারেকের বিরুদ্ধে আরও একটি মামলা
শেখ মজিবুর রহমানকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি`র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে শেরপুরে চিফ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে জেলার জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
বাদী পক্ষের আইনজীবী নুরুল ইসলাম জানান, বাংলাদেশ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে কটূক্তিসহ বঙ্গবন্ধুকে পাকবন্ধু বলে সম্বোধন করে তারেক জিয়া রাষ্ট্রদ্রোহীতার কাজ করেছেন। এছাড়া লন্ডনে বসে তিনি বাংলাদেশ বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন। এ কারণে শেরপুরের জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন বাদী হয়ে দণ্ডবিধির ১২৪ এর (ক) ধারায় তার বিরুদ্ধে মামলা করেন।
শেরপুরের চিফ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন বলেও জানান তিনি।
সর্বশেষ - রাজনীতি
- ১ জনগণের অধিকার ফিরিয়ে দিতে ভূমিকা রাখবে জামায়াত: শাহাজাহান
- ২ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল না: ডা. শফিকুর রহমান
- ৩ শোষণের বিরুদ্ধে আর শোষিতের পক্ষে ছিলেন মওলানা ভাসানী: তারেক রহমান
- ৪ সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না: তারেক রহমান
- ৫ বিএনপি ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা কীভাবে পেয়েছে: চরমোনাই পীর