ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিতর্কিত ব্যক্তিদের নিয়ে তৃণমূল বিএনপি করেছেন হুদা

প্রকাশিত: ০৭:২৯ এএম, ২১ নভেম্বর ২০১৫

বিতর্কিত ও কলঙ্কিত ব্যক্তিদের নিয়ে সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা তৃণমূল বিএনপি গঠন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে (অব.) মাহবুবুর রহমান।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত‘মাওলানা ভাসানী ও আজকের রাজনীতি’শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মাহবুব বলেন,‘যারা নাজমুল হুদার তৃণমূল বিএনপির সাথে সম্পৃক্ত তারা অতীতে বিতর্কিত ও কলঙ্কিত ব্যক্তি। এদের খোঁজ নিলেই জানা যাবে অতীতে তারা বিভিন্ন কর্মকাণ্ড দ্বারা কলঙ্কিত হয়েছেন।

কলঙ্কিত সংসদের মাধ্যমে দেশ চলছে বলেই দেশে গণতন্ত্র নেই এমন দাবি করে তিনি বলেন,‘দেশে গণতন্ত্র নেই বলেই জাতীয় নিরাপত্তা আজকে চরম হুমকির মুখে।

এদিকে প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত‘তারেক রহমানের ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে অপর এক আলোচনা সভায় বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন,‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে জাতীয় ঐক্যের মাধ্যমে তা রুখে দেয়া হবে।

নোমান বলেন,‘বিএনপি মুক্তিযোদ্ধার দল। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য সেই দলের প্রতিষ্ঠাতার পরিবারকে আজকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে। শাসক গোষ্ঠী এই পরিবারকে ভয় পায় তারা বুঝতে পেরেছে তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র নায়ক। তাই তারা অন্যায়ভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান,বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মো্য়াজ্জেম হোসেন আলাল,সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন প্রমুখ।

এমএম/এসকেডি/এমএস