ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

শনিবার জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত: ১০:০৪ এএম, ২০ নভেম্বর ২০১৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মুক্তির দাবিতে শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ একজন সৎ, যোগ্য, রাজনীবিদ। এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। মন্ত্রী হিসেবে তিনি যে যোগ্যতা ও সততার পরিচয় দিয়েছেন তা দেশবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, কথিত বর্তমান স্বৈরাচারী সরকার জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় বসেছে। সরকার তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যই মুজাহিদকে হত্যার ষড়যন্ত্র করছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তাকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। তার একটিই অপরাধ, তিনি ইসলামী আন্দোলনের নেতা।

এএম/একে/পিআর