ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

রায়ে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে : মেনন

প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ১৮ নভেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদ এবং বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন খারিজ করে আদালত কর্তৃক ফাঁসির রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি।

এক বিবৃতিতে তিনি বলেন, এই রায়ে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে এবং এর মধ্য দিয়ে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মা পরম শান্তি লাভ করবে। যুদ্ধাপরাধীদেরকেও আইনের প্রতিটি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার মধ্য দিয়ে আইনের শাসন ও ন্যায় বিচারের ক্ষেত্রে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

মন্ত্রী আরও বলেন, জাতি এখন অধীর আগ্রহে এ রায় দ্রুত কার্যকরে অপেক্ষায় আছে, যার মধ্য দিয়ে যুদ্ধাপরাধমুক্ত বাংলাদেশ বিশ্ব মানচিত্রে মর্যাদার আসনে অভিষিক্ত হবে।

আরএম/বিএ

আরও পড়ুন