ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

রায় দ্রুত কার্যকরের দাবি সিপিবির

প্রকাশিত: ১০:৪৬ এএম, ১৮ নভেম্বর ২০১৫

যুদ্ধাপরাধী মামলায় দণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন সর্বোচ্চ আদালত খারিজ হওয়ায় সন্তোষ প্রকাশ করে তা দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম রায় পরবর্তী এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।

সেলিম বলেন, একাত্তরে মুজাহিদ ও সাকা চৌধুরী মানবতার বিরুদ্ধে যে জঘন্য অপরাধ করেছিল, তাতে তাদের মৃত্যুদণ্ড হবে এটাই স্বাভাবিক। এই রায় ন্যায়বিচারের পক্ষে। এই রায়ের মাধ্যমে দেশবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। এই রায়ে সমগ্র দেশবাসীর সঙ্গে আমরাও সন্তোষ প্রকাশ করছি।

তিনি আরো বলেন, ব্যক্তির পাশাপাশি রাজনৈতিক দল ও শক্তি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন সাম্রাজ্যবাদসহ যেসব দেশ ও মহল যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার ও জবাবদিহিতার ব্যবস্থা করতে দ্রুতই উচ্চ পর্যায়ের কমিশন গঠন করতে হবে। এছাড়া জামায়াত-শিবিরকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

এএম/এএইচ/পিআর