ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জাতীয় ঐক্যের কথা জাতির সঙ্গে তামাশা

প্রকাশিত: ১০:০৭ এএম, ১৮ নভেম্বর ২০১৫

জঙ্গিবাদী তাণ্ডবের সুইচ হাতে নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্যের কথা বলা জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সমসাময়িক রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

ইনু বলেন, যুদ্ধাপরাধ ও জঙ্গিবাদকে মাঝখানে নিয়ে জাতীয় ঐক্যের কথা বলে বিভিন্ন সময়ে মানুষ পোড়ানোর বিষয়কে আড়াল করতে চাওয়া হচ্ছে।

সাধারণ জনগণকে লক্ষ করে তিনি বলেন, বাংলাদেশের সভ্যতা সাংস্কৃতি অব্যাহত থাকবে, না-কি জঙ্গিবাদ দানবের অন্ধকারে দেশ ঢুবে যাবে তা আপনারাই নির্ধারণ করুন।

তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার যেমন বাংলার মাটিতে হচ্ছে, তেমনিভাবে যারা বিদেশিদের হত্যা করছে তাদেরও বিচার হবে।

আমাদের প্রাণ থাকতে কোনো খুনিকে রাজনীতির মাঠে থাকতে দিবো না বলেও মন্তব্য করেন হাসানুল হক ইন।

সংগঠনের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য বেগম মমতাজ জাহান, রিয়াজ আহসান মনি প্রমুখ।

এএস/একে/পিআর