ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

রায়ে সন্তুষ্ট নৌমন্ত্রী

প্রকাশিত: ০৯:১৭ এএম, ১৮ নভেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ সন্তোষ প্রকাশ করেন তিনি।

বিদেশি নাগরিক, ব্লগার-পুস্তক-প্রকাশক,পুলিশ, রাজনৈতিক নেতাকর্মী হত্যা ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার নির্বাহী পরিচালক কর্তৃক মুক্তিযোদ্ধাদের সম্পর্কে অপমানজনক বক্তব্যে এবং মহান জাতীয় সংসদ সম্পর্কে টিআইবির কূটুক্তির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

শাজাহান খান বলেন, যারা গুপ্তভাবে বিদেশি হত্যা করে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। যতদিন পর্যন্ত গুপ্ত হত্যাকারীদের নিশ্চিহ্ন করতে না পারবো ততদিন পর্যন্ত আমারা জাগ্রত আছি।

জাতীয় ঐক্য গঠন প্রসঙ্গে তুলে মন্ত্রী বলেন, যারা ৭১-এ মা বোনের ইজ্জ্বত লুন্ঠণ করেছে তাদের সঙ্গে নিয়ে কোন জাতীয় ঐক্য হতে পারে না।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বেচ্ছায় বিদেশে চলে গেছেন উল্লেখ করে তিনি বলেন, উনি (খালেদা জিয়া) আর ফিরে আসবে না। কারণ তিনি যাদের পুড়িয়ে মেরেছেন তাদের পরিবারের কাছে কি জবাব দিবেন?

এএস/জেডএইচ/পিআর