ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জিয়াউর রহমান সিরিয়াল কিলার ছিলেন : হাছান মাহমুদ

প্রকাশিত: ০৭:৫৪ এএম, ০৯ নভেম্বর ২০১৪

জাতীয় চার নেতা হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত উল্লেখ করে বিএনপির প্রতিষ্ঠাতাকে এবার ‘সিরিয়াল কিলার’ বললেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। রোববার দুপুরে সেগুনবাগিচায় বীর উত্তম খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, জিয়া সিরিয়াল কিলার। উনি সকালের নাস্তার টেবিলে হত্যার সাইন না করে নাস্তাই খেতেন না। এ জন্যই বিএনপি হত্যার নেশায় মেতেছে।

তিনি আরও বলেন, ৩ নভেম্বর জাতীয় নেতাদের হত্যায় জিয়া জড়িত। কেননা, ২ নভেম্বর রাত ১২টার পর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। এ জন্য আমরা এই দিনকে ৩ নভেম্বর বলি। এই খুনের জন্যই জিয়াউর রহমানকে প্রতিবাদী সৈনিকরা ৩ নভেম্বর দুপুরে গ্রেফতার করেন। তাই যখন বিএনপি বলে খুনের সময় জিয়া কারাগারে ছিলেন তারা মিথ্যা বলেন।

তারেক সম্পর্কে তিনি বলেন, তারেক রহমান এখন নতুন ইতিহাসবিদ সেজেছেন। আলী বাবার চেয়ে বড় চোর ছিলেন তারেক রহমান।

এ সময় হাছান মাহমুদ বিএনপির বিরুদ্ধে প্রগতিশীল সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।