ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার বিভীষিকার সৃষ্টি করছে

প্রকাশিত: ১০:০২ এএম, ১৬ নভেম্বর ২০১৫

যৌথবাহিনীর অভিযানের নামে মামলা এবং ওয়ারেন্ট ছাড়াই হাজার-হাজার মানুষকে গ্রেফতার করে সরকার দেশে বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বারের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গণগ্রেফতারের অভিযোগ এনে মাহবুব হোসেন বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর ভয়ে মানুষ ঘর-বাড়ি ছেড়ে বন-জঙ্গলে আশ্রয় নিচ্ছে। এই ঘরছাড়া মানুষগুলো এক সময় বিদ্রোহী হয়ে দেশে অরাজকতার সৃষ্টি করতে পারে। এটা কারো জন্য শুভ হবে না।

সিনিয়র এই আইনজীবী বলেন, যৌথবাহিনীর বিশেষ অভিযানের নামে কোনো মামলা ও ওয়ারেন্ট ছাড়াই হাজার-হাজার মানুষ গ্রেফতার করে এক বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করা হয়েছে। এ অবস্থায় দেশ চলতে পারে না।

তিনি বলেন, পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী ১ নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ১২ হাজার বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

খন্দকার মাহবুব বলেন, বিদ্যমান আইন অনুসরণ না করে ঢালাওভাবে গ্রেফতার করায় জনমনে আতংক দেখা দিয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক এই গণগ্রেফতার মানুষের মৌলিক অধিকার ও আইনের শাসনের পরিপন্থী।

তিনি গণগ্রেফতার বন্ধ করে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, রাজনৈতিক বিরোধী পক্ষকে নিয়ন্ত্রণ করার জন্যই সরকার গণগ্রেফতার চালাচ্ছে।

এসব সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ট্রেজারার শওকাত আরা দুলালী, সহ-সম্পাদক মাজেদুর রহমান উজ্জল পাটওয়ারী, সদস্য মির্জা আল-মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এফএইচ/এসএইচএস/আরআইপি