ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দেশে জঙ্গিবাদের বিকাশ স্তিমিত রয়েছে : আমু

প্রকাশিত: ০৮:২৩ এএম, ১৬ নভেম্বর ২০১৫

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রীর দৃঢ় পদেক্ষেপ ও কঠোর অবস্থানের কারণে দেশে জঙ্গিবাদের বিকাশ স্তিমিত অবস্থায় রয়েছে।

সোমবার ভাস্কর নভেরা আহমেদের একটি ভাস্কর্য জাতীয় জাদুঘরে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ভাস্কর্যটি গ্রহণ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
 
শিল্পমন্ত্রী আরো বলেন, শিল্প-সংস্কৃতির দেশ ফ্রান্স আজ সন্ত্রাসী হামলায় ক্ষত-বিক্ষত। সভ্যতার এমন দিনে এই বর্বরতা কোনোভাবেই মেনে নেয়া যায় না। বাংলাদেশেও একটি মহল ধর্মের নামে জঙ্গিবাদের বিস্তার ঘটাতে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা ইতোমধ্যেই কয়েকটি হত্যাকাণ্ড ঘটিয়ে ত্রাস কায়েম করার চেষ্টা করে। কিন্ত সরকারের শক্ত অবস্থানের কারণে জঙ্গিরা এখন অনেকটাই দমিত। বিশেষ মহলের সহায়তায় জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টা করলেও আমরা জনগণকে সঙ্গে নিয়ে, তা মোকাবেলা করতে সদা প্রস্তুত।

Amu

ভাস্কর নভেরা সম্পর্কে আওয়ামী লীগের এই নেতা বলেন, তিনি (নভেরা) ফ্রান্সে বসবাস করলেও বাংলাদেশ, বাংলাদেশের শিল্প-সংস্কৃতি নিয়ে তার আগ্রহের কোনো কমতি ছিল না। তার শিল্পকর্ম বাংলাদেশের আর্থ-সামাজিক বিষয়টিই গুরুত্ব পেয়েছে।

জাতীয় জাদুঘর ট্রাস্টি বোর্ডের সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিল্প সচিব মোশাররফ হোসেন ভুইয়া, চিত্রশিল্পী হাশেম খান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল এবং জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।

পরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের কাছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সদর দফতরে রক্ষিত নভেরা আহমেদের একটি আধুনিক শিল্পকর্ম হস্তান্তর করেন।

এএসএস/আরএস/এমএস