করোনায় মারা গেলেন বিএনপি নেতা আমজাদ হোসেন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল সাতটায় রাজধানীর একটি হাসপাতালে কোভিড-১৯ সংক্রমণে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।
তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
আমজাদ হোসেন সরকার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও সৈয়দপুর জেলা (সাংগঠনিক জেলা) বিএনপির সাধারণ সম্পাদক। তিনি সৈয়দপুর পৌরসভার বর্তমান মেয়র।
কেএইচ/এমআরআর/এমকেএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ বাংলাদেশি ৭৯ জেলেকে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়ায় জামায়াতের উদ্বেগ
- ২ ইসলামের আলোকে কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে
- ৩ ভারতের দরদ হিন্দুদের জন্য নয়, শেখ হাসিনার জন্য: প্রিন্স
- ৪ খুনিকে আশ্রয় দিয়ে মানবতার কথা, লজ্জা হয় না: ভারতকে ফারুক
- ৫ রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই করতে হবে: সেলিম উদ্দিন