ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

রুমীর পদত্যাগে ক্ষতি হবে না বিএনপির

প্রকাশিত: ১২:০৭ পিএম, ১৫ নভেম্বর ২০১৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এম শাহরিয়ার রুমীর পদত্যাগের কারণে দলের কোন ক্ষতি হবে না বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। রোববার সন্ধ্যায় দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিপন জানান, ২০০১ সালে তিনি আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছিলেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে চারশ’ সদস্য রয়েছেন। সেখান থেকে একজন চলে গেলে দলের কোন ক্ষতি হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন,  রুমীর পদত্যাগের বিষয়ে বিএনপির কাছে আনুষ্ঠানিক কোন তথ্য নেই। তিনি যদি পদত্যাগ করেই থাকেন দলের কোন ক্ষতি হবে না।

দলীয় প্যাডে পদত্যাগ পত্র লেখায় ক্ষোভ প্রকাশ করে রিপন বলেন, পদত্যাগপত্র সাদা কাগজে লিখতে হয়। কিন্তু তিনি বিএনপির লোগো সংবলিত প্যাড ব্যবহার করেছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম ও আসাদুল করিম শাহীন প্রমুখ।

এমএম/জেডএইচ/আরআইপি