খালেদার অপরাজনীতি থেকে দেশকে রক্ষা করতে হবে
দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আগে খালেদা জিয়ার অপরাজনীতির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধা প্রজন্ম লীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ নতুন প্রজন্ম শীর্ষক’ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বেগম খালেদা জিয়া ৭ নভেম্বর দেশে না ফেরার কারণ প্রসঙ্গে হাছান মাহামুদ বলেন, আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি তিনি নাকি তার পুত্রবধূকে রাজনীতির তালিম দিচ্ছেন। ভাল কথা, আমরা তাকে সাধুবাদ জানাই। কিন্তু দয়া করে রাজনীতির তালিমের নামে বোমা মেরে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার তালিম দেবেন না। তাহলে আপনার মত আপনার পুত্রবধূর একই অবস্থা হবে।
বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান খান রিপনের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, আপনারা (বিএনপির নেতাকর্মী) আগে আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক শিষ্টাচার শেখান। তারপর আমাদের নেত্রী সম্পর্কে কথা বলুন।
হাছান মাহমুদ বলেন, একজন প্রধামন্ত্রী সম্পর্কে কেমন করে কথা বলতে হয় সেই ভাষাটা আগে আপনাদের নেত্রীকে শেখান। আপনাদের নেত্রী যখন প্রধনমন্ত্রীকে বার বার হাসিনা-হাসিনা বলেন তখন কি তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত হয় না?
আয়োজক সংগঠনের সভাপতি মো. বাচ্চু শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাড. বলরাম পোদ্দার, অ্যাড. আসাদুজ্জামান দূর্জয়, আওয়ামী মুক্তিযুদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মো. মুন্সি এবাদুল ইসলাম প্রমুখ।
এএস/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ২ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৩ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৪ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা
- ৫ বিএনপির ৩১ দফা নিয়ে যা ভাবছে রাজনৈতিক দলগুলো