ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

প্রত্যন্ত অঞ্চলে বাঙালি সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান

প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১৩ নভেম্বর ২০১৫

এবার ভিন্ন ধর্মী অনুষ্ঠানের মাধ্যমে মুক্তমনা লেখক, প্রকাশক ও ব্লগার হত্যার প্রতিবাদ জানিয়েছে গণজাগরণ মঞ্চের কর্মীরা। শুক্রবার বিকালে বাঙালি সংস্কৃতির গান গেয়ে তারা এর প্রতিবাদ জানান। এ সময় দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এ সাংস্কৃতিক সমাবেশ, পরিবেশনা ছড়িয়ে দেয়ার আহ্বান জানান মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা ও ব্লগারসহ ৩ জনকে কুপিয়ে আহত করার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার শাহবাগ প্রজন্ম চত্বরে সাংস্কৃতিক সমাবেশ করে গণজাগরণ মঞ্চ। সেখানে সংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী ও সাংস্কৃতিক ইউনিয়ন।

ইমরান বলেন, আমাদের বাঙালি সংস্কৃতির মধ্য দিয়ে আমরা এ উগ্রবাদীদের প্রতিবাদ করবো। বাঙালি সংস্কৃতির বিস্তার করলে এ হায়েনাদের আক্রমণ বন্ধ করা সম্ভব। এ জন্য সরকারকে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সকল সাংস্কৃতিক অঙ্গনে অর্থায়নেরও আহ্বান জানান তিনি।

যুদ্ধাপরাধীদের বিচারে কালক্ষেপণের কারণে এ গুপ্তহত্যা হচ্ছে দাবি করে সরকারকে দ্রুত সকল যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করার জোরালো আহ্বানও জানান ইমরান এইচ সরকার।

সাংস্কৃতিক সমাবেশে ‘ধনধান্য পুষ্প ভরা, আমার প্রতিবাদের ভাষা, ভয় কী মরনে, আমরা করব জয়’ প্রভৃতি গানে মুখরিত হয়ে ওঠে প্রজন্ম চত্বর। গান পরিবেশন করেন- শিল্পী মোহনা আহমেদ, শিল্পী আক্তার, রুমি দে, লিপা, আরিফ, রাসেলসহ আরো অনেকে।

আবৃতি উপস্থাপন করেন- মিথুন আহমেদ ও বেলায়েত হোসেন। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সঙ্গীতা ইমাম।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে একটি মশাল মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর প্রদক্ষিণ করে আবার শাহবাগে গিয়ে শেষ হয়।

এমএইচ/আরএস