বিএনপির শোকজের জবাব দিলেন শওকত মাহমুদ
৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। বুধবার (১৬ ডিসেম্বর) রাতে তার একান্ত সহকারী আবদুল মতিন জবাবটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আবদুল গাফফারের কাছে জমা দেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে মতিন বলেন, ‘স্যারের (শওকত মাহমুদ) একটি চিঠি জমা দিয়েছি। রিসিভ কপি নিয়ে এসেছি।’ জবাবটি এক পৃষ্ঠার বলে জানা গেছে।
এর আগে গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক নোটিশে শওকত মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী অভিযোগ আনা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না তার জবাব ৭২ ঘণ্টার মধ্যে দলীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছিল।
শওকত মাহমুদ ছাড়াও দলের আরেকজন ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিনের বিরুদ্ধেও পাঁচদিনের সময়সীমা বেঁধে দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
কেএইচ/এমআরআর/এমএস