ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

একাত্তরে বুদ্ধিজীবী হত্যা কলঙ্কজনক অধ্যায় : রওশন এরশাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩১ এএম, ১৪ ডিসেম্বর ২০২০

একাত্তরের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় সংযোজিত হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

তিনি বলেছেন, আমাদের জাতীয় জীবনের একটি শোকাবহ দিন ১৪ ডিসেম্বর। মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের প্রাক্কালে দখলদার পাকিস্তানি বাহিনী ও তার দোসররা পরাজয়-নিশ্চিত জেনে মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে। প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা হত্যা করে জাতির অনেক কৃতি সন্তানকে।

সোমবার (১৩ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, বলার অপেক্ষা রাখে না- হত্যাকাণ্ডের শিকার শহীদ বুদ্ধিজীবীরা তাদের মেধা, সৃজনশীলতা, জ্ঞান ও দক্ষতা দ্বারা স্বাধীন বাংলাদেশকে আরও সমৃদ্ধ করতে পারতেন। কিন্তু ঘাতকদের নির্মমতায় তারা সেটি পারেননি।

বিজয়ের চূড়ান্তক্ষণে শাহাদত বরণকারী বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ তখনই স্বার্থক হবে, যখন আমরা তাদের স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে পারব।

এইচএস/এসজে/জেআইএম