ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

করোনায় নয়, রাষ্ট্র ব্যবস্থায় আতঙ্কিত গয়েশ্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৫ ডিসেম্বর ২০২০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘করোনায় না, আমি আতঙ্কিত এই ভয়াবহ রাষ্ট্র ব্যবস্থায়।’

শনিবার (৫ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে শ্রমিক দল।

গত সোমবার বিএনপির জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খানের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি সেখানে চিকিৎসাধীন।

দোয়া মাহফিলে দেয়া বক্তব্যে গয়েশ্বর আরও বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশ সবচেয়ে বেশি স্বাস্থ্যবিধি মেনে চলেন। করোনার ১০ মাসের মধ্যে তিনি আলোতে চেহারা আনেননি। তিনি ক্যামেরায় আছেন। আর ওনার সঙ্গী করেছেন ওবায়দুল কাদেরকে। তার কথায় উত্তর দেয়া খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে করি না। তার বলার অভ্যাস, বলতেই হবে।’

তিনি বলেন, ‘করোনা প্রতিরোধের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিগতভাবে-সমষ্টিগতভাব-জাতিগতভাবে এই সরকারকে প্রতিরোধ-প্রতিহত করে স্বাধীনতার আকাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠা করা।’

করোনার থেকেও বেশি লোক মানুষ সড় দুর্ঘটনায় মারা যাচ্ছে উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশে যে পরিমাণ মানুষ রোড এক্সিডেন্টে মারা যায় তার থেকে অনেক বেশি মানুষ মারা যায় আমাদের দেশে। কিন্তু এখানে কোনো নিয়ন্ত্রণ নেই।’

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

কেএইচ/এসএস/এমএস