ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

করোনা প্রতিরোধে বিকল্প যুবধারার মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৭ পিএম, ৩০ নভেম্বর ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করেছে বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটি। সোমবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মাস্ক বিতরণ কর্মসূচি পালন করে তারা।

কর্মসূচির বিষয়ে সংগঠনটির সভাপতি আসাদুজ্জামান বাচ্চু বলেন, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী করোনাভাইরাস প্রতিরোধে কর্মসূচি গ্রহণের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা পাচ হাজার মাস্ক ফ্রি বিতরণের উদ্যোগ নিয়েছি। আমাদের দাবি, যে স্বাস্থ্যবিধি রয়েছে ও মাস্ক ব্যবহারের আইন রয়েছে তা কঠোরভাবে বাস্তবায়ন করা উচিত।

jagonews24

এ সময় সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নিশি, হাবিবুর রহমান হাবিব ও সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাবসহ প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এওয়াইএইচ/বিএ/এমকেএইচ