গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবি ছাত্রদলের
বিএনপির গ্রেফতার হওয়া নেতাদের অবিলম্বে মুক্তি ও তাদের দায়ের হওযা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে ছাত্রদল।
মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ দাবি জানান।
ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ সম্পাদক এবং দাউদকান্দি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন নেতাকর্মীকে গ্রেফতারে এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।
বিবৃতিতে নেতারা বলেন- হামলা, মামলা, গ্রেফতার এমন পর্যায়ে গিয়েছে যে, সরকারের ফ্যাসিবাদী চরিত্র মানুষের কাছে উম্মোচিত হয়ে পড়েছে। গণবিচ্ছিন্ন সরকার বিরোধী দলের আন্দোলন সংগ্রামকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে অপকৌশলে বিরোধীদলকে দমানোর চেষ্টা করছে। মিথ্যা মামলায় ছাত্রনেতাদের গ্রেফতার করে রিমান্ডের নামে নিষ্ঠুর নির্যাতন করা হচ্ছে।
অবিলম্বে গ্রেফতার হওয়া নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তারা।
সরকারকে হুশিয়ার করে তারা বলেন, হামলা মামলা ও গণগ্রেফতার করে ছাত্রদলকে দমন করা যাবে না এবং দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে তাও স্তব্ধ করা যাবে না।
এমএম/একে/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ২ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৩ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৪ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা
- ৫ বিএনপির ৩১ দফা নিয়ে যা ভাবছে রাজনৈতিক দলগুলো