ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নরসিংদী জেলা আ.লীগের সভাপতি-সম্পাদককে পদ থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৯ নভেম্বর ২০২০

নরসিংদী জেলা শাখা আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম হিরু ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের গঠনতন্ত্র বিধি মোতাবেক আওয়ামী লীগের নরসিংদী জেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম হিরু ও সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়াকে পদ থেকে অব্যাহতি প্রদান করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

একই সঙ্গে নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি এম তালেবকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মো. আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এইউএ/এফআর/জেআইএম