বিএনপি আজ্ঞাবহ সরকার আনতে চায়
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে আজ্ঞাবহ সরকার ক্ষমতায় আনতে চায়।
ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে বিজয়যাত্রা অব্যাহত রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন হাছান মাহমুদ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ওই আলোচনা সভার আয়োজন করে।
ড. হাছান মাহমুদ এমপি বলেন, ‘বিএনপি-জামায়াতের মতো সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সরকারের কোনো সংলাপ অনুষ্ঠিত হতে পারে না। দেশকে অস্থিতিশীল করে সরকারকে সংলাপে বাধ্য করার জন্যই যে সাম্প্রতিক সময়ের গুপ্তহত্যাগুলো সংগঠিত করা হয়েছে তাতে আর কোনো সন্দেহ নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে শক্তিশালী করার মধ্য দিয়েই প্রগতিশীল ধারার রাজনীতি শানিত হবে বলে মন্তব্য করেন তিনি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, অ্যাডভোকেট তালুকদার ইউনুস এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ এমপি প্রমুখ।
এএসএস/একে/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ২ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৩ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৪ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা
- ৫ বিএনপির ৩১ দফা নিয়ে যা ভাবছে রাজনৈতিক দলগুলো