ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জিয়ার বীরউত্তম খেতাব কেড়ে নেয়া উচিত : কামরুল

প্রকাশিত: ১১:২৩ এএম, ০৬ নভেম্বর ২০১৪

স্বাধীনতাবিরোধী শক্তিকে পৃষ্ঠপোষকতা করায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব কেড়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে মন্ত্রী এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর জিয়াউর রহমানের আসল চেহারা জাতির সামনে ধরা পড়ে। জিয়া বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনি।

তিনি আরও বলেন, তিনি (জিয়াউর রহমান) বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার খুনিদের পুরস্কৃত করেছিলেন এবং এ হত্যাকাণ্ডের যাতে বিচার হতে না পারে, এ জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। -বাসস