ঢাকা-১৮ উপনির্বাচনে ধানের শীষের এজেন্টদের প্রশিক্ষণ
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ধানের শীষের পোলিং এজেন্টদের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীরের উত্তরার বাসায় স্থাপিত নির্বাচনী কার্যালয়ে শুক্রবার এই কর্মশালা শুরু হয়ে শনিবার শেষ হয়।
কর্মশালায় পোলিং এজেন্টদের আগামী ১২ নভেম্বর ভোটের দিন সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা মোকাবিলা করে সাহসী ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানানো হয়।
গত জাতীয় সংসদ নির্বাচন এবং পরবর্তীতে উপনির্বাচনগুলোতে অধিকাংশ ভোটকেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্টদের খুঁজে পাওয়া যায়নি। সর্বশেষ অনুষ্ঠিত ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনের উপনির্বাচনও এর ব্যতিক্রম ছিল না।
তবে বিএনপির দাবি, তারা সব ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট নিয়োগ দিলেও সরকারি দলের লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে প্রবেশে বাধা দিয়েছে।
মামলার হুমকি, বাধা-বিপত্তি উপেক্ষা করে কেউ কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করলেও সেখান থেকে তাদের বের করে দেয়া হয়। সংকট উত্তরণে প্রতিটি ভোটকেন্দ্রে ধানের শীষের একাধিক পোলিং এজেন্ট প্রস্তুত রাখা হচ্ছে বলে জানা গেছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আমানউল্লাহ আমান।
পোলিং এজেন্টদের উদ্দেশে তিনি বলেন, আগামী ১২ নভেম্বর আপনাদের বিচক্ষণ ও সাহসী কার্যক্রমই ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতে পারে।
বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করেন।
কেএইচ/বিএ/এমএস