বিএনপি নেতা আমান জামিনে মুক্ত
বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান জামিনে মুক্তি পেয়েছেন। কারাবন্দি আমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন আছেন। রোববার সন্ধ্যা ৬ টার দিকে কারা কর্তৃপক্ষ তার নিরাপত্তা প্রত্যাহার করে নেয়।
মুক্তি পেয়ে তিনি রাতেই হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরবেন বলে জানা গেছে। এর আগে তার বিরুদ্ধে করা সবকটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান আমান।
গত ২ আগস্ট রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত অর্ধশতাধিক মামলায় জামিন নিতে নিম্ন আদালতে যান আমান। আদালত ৫৬টি মামলায় জামিনের আবেদন নামঞ্জুর ও ৭টিতে জামিন মঞ্জুর করেন।
পরে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।
কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন।
এসএইচএস/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ২ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৩ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৪ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা
- ৫ বিএনপির ৩১ দফা নিয়ে যা ভাবছে রাজনৈতিক দলগুলো