ইসিতে বিএনপির অভিযোগ
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে বিএনপি।
বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল ওই দুই আসনের উপনির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ জমা দেয়।
বিকেল ৩টায় ইসি সচিবালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয় বৈঠক। বৈঠকে বিএনপি নেতা আব্দুস সালামের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরল হুদা, নির্বাচন কমিশনার কবিতা খানম ও রফিকুল ইসলামসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রচারণায় বাধা, পুলিশের অসহযোগিতা ও আওয়ামী লীগ প্রার্থীদের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ জানায় বিএনপি। স্থানীয় প্রশাসন ও রিটার্নিং অফিসারের কাছে এর কোনো প্রতিকার পাওয়া যায়নি বলেও অভিযোগে জানায় দলটি।
বৈঠক শেষে এসব অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব অশোক কুমার দেবনাথ।
এইচএস/এএইচ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ২ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৩ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৪ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা
- ৫ বিএনপির ৩১ দফা নিয়ে যা ভাবছে রাজনৈতিক দলগুলো