ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ফখরুলের বাসায় ডিম নিক্ষেপ : সরকারের ইন্ধন দেখছেন নেতারা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১০ অক্টোবর ২০২০

ঢাকা-১৮ আসনের দলীয় মনোনয়ন নিয়ে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় ডিম বিক্ষোভ করেছে। এ ঘটনায় সরকারের ইন্ধন দেখছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে এ ঘটনার পর দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠানো হয়।

দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো বিবৃতিতে বলা হয়, বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসভবনে কতিপয় উচ্ছৃঙ্খল বহিরাগত ইটপাটকেল নিক্ষেপ করে বাসায় ক্ষতিসাধন করে।

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় এ ঘটনার পেছনে সরকারি মদদ রয়েছে বলে জানায় নেতারা। বর্তমানে সারাদেশে গুম, খুন, নারী ও শিশু নির্যাতনের যে মহামারি চলছে তার বিরুদ্ধে আন্দোলনকে ভিন্নখাতে নিতেই সরকারের এজেন্টরা এ হামলা চালিয়েছে।

সভায় এ অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী ঘটনার তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

কেএইচ/এএইচ/পিআর