দেশকে বাঁচাতে নির্বাচন প্রয়োজন : রফিকুল ইসলাম
দেশকে বাঁচাতে হলে অনতিবিলম্বে সকলের অংশগ্রহণে একটি নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। শনিবার সকাল সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ফ্রি থিংকার্স ফোরাম আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সবদলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হলে শেখ হাসিনা নয় খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হতেন। লুণ্ঠনের হাত থেকে দেশকে বাঁচাতে হলে অনতিবিলম্বে সকলের অংশগ্রহণে একটি নির্বাচন প্রয়োজন। অন্যথায় দেশের সার্বভৌমত্ব বীলিন হয়ে যাবে।
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির ক্রীড়া সম্পাদক কর্নেল (অব.) আবদুল লতিফ, পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী।