মনোনয়ন পেতে আ.লীগ সভাপতির কার্যালয়ে নাজমার অবস্থান
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া আসনে মনোনয়ন পেতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কয়েকশ নেতাকর্মী নিয়ে অবস্থান করছেন উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশী নাজমা আক্তার।
পাঁচটি শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ১৪১ জনের মধ্যে ঢাকা-১৮ থেকেই মনোনয়ন ফরম কিনেছেন যুব মহিলা লীগের সভাপতি নাজমাসহ ৫৬ জন। গত রোববার বিকেল ৪টায় শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা হয়। সভায় পাবনা-৪ আসনের মনোনয়ন ঘোষণা করলেও ঢাকা-১৮ সহ বাকি চারটির আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়নি।
এর মধ্যে মঙ্গলবার ঢাকা-১৮ আসন থেকে আহসান হাবীব মনোনয়ন পেয়েছেন, এমন খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের নিয়ে সভাপতির কার্যালয়ে অবস্থান নেন নাজমা আক্তার। বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আসলে যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী দেখা করার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর থেকে কয়েকশ নেতাকর্মী এসে জড়ো হন।
এ বিষয়ে জানতে চাইলে নাজমা আক্তার বলেন, ‘যুব মহিলা লীগের নেত্রীরা এখানে অবস্থান নিয়েছেন। আমি এসেছিলাম ওবায়দুল কাদের ভাইয়ের সঙ্গে দেখা করতে। মেয়েরা উনার সঙ্গে দেখা করে মনোনয়নের ব্যাখা চাইতে গিয়েছিল, কিন্তু তিনি (ওবায়দুল কাদের) দেখা করেননি। কেন মনোনয়ন পাব না, এর ব্যাখ্যা চাইতেই মেয়েরা অবস্থান নিয়েছে।’
এইউএ/এমএসএইচ/পিআর