ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

কাজী জাফর আমার বিশেষ বন্ধু ছিলেন : ড. মুহাম্মদ ইউনূস

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪০ পিএম, ২৯ আগস্ট ২০২০

ভার্চুয়াল আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির (জাফর) প্রতিষ্ঠা চেয়ারম্যান প্রয়াত কাজী জাফর আহমেদকে নিয়ে পুরোনো দিনের গল্প শোনালেন তার বন্ধু-সহকর্মীরা।

সাবেক এই প্রধানমন্ত্রীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ভার্চুয়াল আলোচনায় অংশ নেন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রবাসী শিক্ষাবিদ আতিকুর রহমান সালু ও ড. আনিসুজ্জামান চৌধুরী।

‘ইতিহাসে সমুজ্জ্বল কাজী জাফর আহমেদ’ শীর্ষক এই ভার্চুয়াল আলোচনাটি সঞ্চালনা করেন প্রয়াত কাজী জাফরের মেয়ে কাজী জয়া আহমদ।

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস তার বন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘সে আমার বিশেষ বন্ধু ছিল। আমার ক্লাস ফ্রেন্ড ছিল, আমরা একই ব্যাচের ছাত্র।’

তিনি বলেন, ‘আমি এসএম হলের আবাসিক ছাত্র ছিলাম, কাজী জাফর এটার ছাত্র ছিল। সে প্রায় আসত, রাজনৈতিক কারণেই আসত। তখন দেখা-সাক্ষাৎ হতো, আলাপ হতো, হলকে উপলক্ষ করেই জানাশোনা শুরু হয়। বন্ধুত্ব হলেও বন্ধুত্ব একটা বিশেষ বন্ধুত্বে পরিণত হয়।’

‘আমি ছাত্ররাজনীতি করিনি। কাজেই সেদিক থেকে তার সঙ্গে সম্পর্ক হওয়ার কারণ ছিল না’, বলেন অধ্যাপক ইউনূস।

কাজী জাফরের আন্ডারগ্রাইন্ড রাজনীতি প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে একটা পিআইএর (পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স) ফ্লাইট ছিল। ঢাকায় আসার মাঝখানে কুমিল্লায় থামত। একটা ফ্লাইটে আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসছি, কুমিল্লায় থামল। যারা কুমিল্লার যাত্রী তারা নেমেছে। কুমিল্লা থেকে ঢাকার যাত্রী উঠল। তার মধ্যে লক্ষ্য করলাম, একজন দাড়ি-গোঁফওয়ালা একজন চাদর গায়ে আমার দিকে তাকাতে তাকাতে ঢুকল। আমি ঠিক বুঝতে পারলাম না, কেন তাকাল? যেই আমার পাশে আসল, মাথা নিচু করে বলল-আমি কিন্তু আন্ডারগ্রাউন্ডে আছি, আপনি কিছু বলবেন না। আমি এই মাত্র চিনলাম, আগে তো বুঝিনি। এই হচ্ছে কাজী জাফর। তখন বুঝলাম যে, আন্ডার গ্রাউন্ডটা কী জিনিস।’

২০১৫ সালের ২৯ আগস্ট মারা যান সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ।

কেএইচ/এসআর/এমএস