ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

পিরোজপুরে বিএনপির সম্মেলনে যুবলীগের হামলা : আহত ১০

প্রকাশিত: ০২:৩০ পিএম, ২৮ অক্টোবর ২০১৫

পিরোজপুরের নাজিরপুরে ইউনিয়ন বিএনপির সম্মেলনে যুবলীগ ক্যাডারদের হামলায় ১০ বিএনপি নেতা-কর্মী আহত হয়েছেন। এ হামলার ছবি তুলতে গেলে যুগান্তর প্রতিনিধির ক্যামেরা ছিনতাই করে নেন হামলাকারীরা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন জাগো নিউজকে জানান, আমি (অধ্যাপক আলমগীর) ও জেলা সভাপতি গাজী মো. নুরুজ্জামান বাবুল ভাইসহ বিএনপির নেতা-কর্মীরা দুটি ট্রলারে করে সম্মেলনের নির্ধারিত স্থান মধ্যসাচীয়া থেকে সম্মেলন শেষ করে আসছিলাম। পথে সাচীয় বাজারের কিছু আগে স্থানীয় সরকার দলীয় ক্যাডাররা আমাদের ট্রলারে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে প্রায় ১০/১২ জন নেতা-কর্মী আহত হন। এছাড়া হামলাকারীরা ওই বাজারে থাকা স্থানীয় যুবদল কর্মী মনির হোসেনের একটি মোটরসাইকেল ভাঙচুর করেন।

উপজেলা বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান দুলাল অভিযোগ করে জাগো নিউজকে জানান, শান্তিপূর্ণভাবে সম্মেলন শেষ করে স্থান ত্যাগ করার সময়ই সম্মেলন স্থানে যুবলীগ ক্যাডাররা হামলা করেন। এসময় তারা সেখানে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করেন।

জানা গেছে, স্থানীয় ইউনিয়ন যুবলীগ সভাপতি দিপংকর সমদ্দার রিপাশ, স্থানীয় সন্ত্রাসী মোজাহিদ হোসেন ও তার বাহিনী রাম দাসহ দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেলে মহড়া দেন। এ মহড়ার ছবি তুলতে গেলে সন্ত্রাসী মোজাহিদ যুগান্তর উপজেলা প্রতিনিধি এইচ এম লাহেল মাহমুদের ক্যামেরা ছিনিয়ে নেন। এসময় তাকে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে রাখা হয়।

পরে মাটিভাংগা ফাঁড়ি পুলিশের আইসি আ. রহিম ঘটনা স্থলে গিয়ে যুগান্তর প্রতিনিধিকে উদ্ধার করেন। ওই সম্মেলনে সভাপতি মো. হাবিবুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন শেখ ও সাংগঠনিক সম্পাদক মো. মোতাহার হোসেন ফকিরকে নির্বাচিত করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি গাজী মো. নুরুজ্জামান বাবুল। বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, জেলা যুবদলের কো-কনভেনর অ্যাড. মো. মনিরুজ্জামান, কৃষক দলের মো. নাদের খান রাজু, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. আবু হাসান খান প্রমুখ।

হাসান মামুন/এমজেড/আরআইপি