ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সরকারের মন্ত্রীরা হাস্যকর কথা বলছেন : নজরুল

প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৮ অক্টোবর ২০১৫

দুই বিদেশি হত্যার বিষয়ে সরকারের মন্ত্রীরা হাস্যকর, অবান্তর ও অবিশ্বাসযোগ্য কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার বিকেলে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যা লয়ের নীচে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামানায়’ এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।

তিনি বলেন, সরকারের মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হয় তাদের সবার মাথা খারাপ হয়েছে। তাই আমি তাদের পরামর্শ দিতে চাই, এসব অবান্তর ও অবিশ্বাসযোগ্য কথা বন্ধ করুন।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দুই বিদেশি হত্যার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করার জন্য আগেও বিএনপি তদন্তের দাবি করেছিল। আবারো বিএনপির পক্ষ থেকে আমি দাবি করছি, শুধু দুই বিদেশি হত্যা নয়, বিএনপির নেতাকর্মীদের হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকেও সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করুন।

দুই বিদেশি হত্যার সঙ্গে ক্ষমতাসীনরা ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী-খান সোহেলকে জড়ানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

দলের কেউ ব্যক্তিগত কারণে হত্যা করলে তার দায়ভার বিএনপি নেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।  সেই সঙ্গে তিনি বলেন, তবে কোনো হত্যার সঙ্গে যদি ক্ষমতাসীনরা বিএনপির নেতাকর্মীদের জড়ানোর চেষ্টা করে তাহলে দল অবশ্যই প্রতিবাদ করবে।

দুই বিদেশি হত্যার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য সুষ্ঠু তদন্ত ও বিচারকে প্রভাবিত করবে।

গণআন্দোলনের মাধ্যমেই দেশে গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করা হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন নজরুল ইসলাম খান।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপিরে এ নেতা বলেন, আন্দোলন ব্যতীত দেশের চলমান হিংসা, খুন ও গুম বন্ধ হবে না। তাই খুব শিগগির বেগম জিয়ার নেতৃত্বে রাজপথের আন্দোলনে নামতে হবে।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীমসহ প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে পরিচালনা করেন ওলামা দলের সভাপতি এম এ মালেক।

এমএম/এসকেডি/আরআইপি