ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ব্লেম গেম বন্ধ করুন : বিএনপি

প্রকাশিত: ১০:৪২ এএম, ২৮ অক্টোবর ২০১৫

দুই বিদেশি হত্যাকেণ্ডে বিএনপিকে জড়িয়ে সরকার যে ব্লেম গেম খেলছে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন দলটি।  

বুধবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ আহ্বান বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

রিপন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি দুই বিদেশি খুনের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা ঘটনাের লক্ষ্যে বিএনপির দুজন নেতার নাম উল্ল্যেখ করেছেন। একটি বেসরকারি টেলিভিশনকে তিনি বলেছেন বিএনপি নেতা কাইয়ুমই বড় ভাই।

তিনি বলেন, বিএনপি আগেই ধারণা করেছিল এই ঘটনায় বিএনপিকে জড়ানো হবে। বিদেশি হত্যাকাণ্ড নিয়ে বিএনপি যেই আশঙ্কা করেছিল সেটাই প্রমাণিত হয়েছে।

বিএনপি নেতার নাম জড়িয়ে যে কাল্পনিক ও অসত্য কথা বলা হচ্ছে তাতে সত্যের লেস মাত্র নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিদেশি হত্যার ঘটনায় বিএনপিকে আন্তর্জাতিক মহলে সন্ত্রাসী সংগঠন বানানো অপচেষ্টা করা হচ্ছে অভিযোগ করে রিপন বলেন, বিরোধী দলকে সন্ত্রাসী সাজানোর নাটক বন্ধ করুন। এভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। বিনিয়োগ ক্ষতিগ্রস্থ হবে। মানুষ আতঙ্কিত হবে।

তিনি বলেন, এই ঘটনার পর থেকেই সরকারের কয়েকজন মন্ত্রী, এমপি রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত দিয়ে আসছিল। সরকারের এরকম মনোভবের কারণে প্রকৃত খুনিরা ধরা ছোয়ার বাহিরে চলে যাবে।

রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার উদ্দেশে যাতে বিএনপিকে জড়ানো না হয় এজন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর জাতি যখন একটি নির্বাচনের মুখোমুখী ছিল। ঠিক তখনই লগি বৈঠা দিয়ে প্রকাশ্যে মানুষ হত্যা করছে আওয়ামী লীগ। সেদিন যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।

বিএনপির এই মুখপাত্র বলেন, সরকারের ঘনিষ্ট সমর্থক দৈনিক জনকণ্ঠে তাজিয়া মিছিল থেকে হামলার বিষয়ে নানা পরিকল্পনা নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি ২১ অক্টোবর প্রকাশিত হলেও ঘটনা ঘটেছে ২৪ অক্টোবর। যেহেতু গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সংবাদটি প্রকাশিত হয়েছে। তাই আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলে এ ঘটনা এড়ানো যেতো বলে মনে করেন তিনি।

এমএম/এসকেডি/আরআইপি