ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

করোনায় জাপা নেতা ড. এনামুল হকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২৬ জুলাই ২০২০

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে জাতীয় পার্টির নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. এনামুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৬ জুলাই) রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন উত্তরবঙ্গ আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাহেরুল ইসলাম।

ড. এনামুল হক গত সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।

আইনজীবী তাহেরুল ইসলাম জানান, চলতি মাসের প্রথম দিকে তার করোনা শনাক্ত হয়। দুই সপ্তাহ আগে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তাকে প্লাজমাও দেয়া হয়। কিন্তু আজ সকালে তিনি মারা যান। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। আজই তাকে নওগাঁয় নিয়ে যাওয়া হচ্ছে।

এফএইচ/এইচএ/এমকেএইচ