সাবেক এমপি দেলোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৪ জুলাই) এক শোক বার্তায় তিনি তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে অন্য এক শোক বার্তায় সাবেক এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দেলোয়ার হোসেন আজ দুপুর আড়াইটায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
এফএইচএস/এসআর/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ খুনি হাসিনার জন্য ভারতের রাজনীতিকরা মায়াকান্না করছে: রিজভী
- ২ অর্ধযুগ পর খালেদা জিয়ার প্রকাশ্য উপস্থিতি যে বার্তা দিচ্ছে
- ৩ সংস্কারের উসিলায় অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ নয়
- ৪ জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে চাই: চরমোনাই পির
- ৫ আওয়ামী লীগের জন্য বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়েছে ভারত: হাফিজ