ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নাশকতার আশঙ্কায় মাদারীপুরে যুবদলের ৫ নেতা আটক

প্রকাশিত: ০৬:৪৬ এএম, ২৭ অক্টোবর ২০১৫

নাশকতার আশঙ্কায় মাদারীপুরে যুবদলের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার ভোরে নেতাদের আটক করা হয়। এসময় পুলিশ নেতা-কর্মীদের বাড়ি-ঘরে ব্যাপক তল্লাশি করে বলে জেলা বিএনপি দাবি করে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জাগো নিউজকে জানান, যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের নামে নাশকতার আশঙ্কায় জেলা যুবলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েদ হোসেন দুলাল, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামাল সর্দার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান ফকু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী ও ছাত্রনেতা তানভীরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কাজী হুমায়ুন কবির জাগো নিউজকে জানান, তাদের আটকের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। নেতা-কর্মীদের বাড়ি-ঘর তছনছ করেছে পুলিশ। আমি এসব নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

এ কে এম নাসিরুল হক/এমজেড/পিআর